আমার জীবনে তুমি না এসে বল এমন কি
করেছ লাভ, আর এলে কিইবা হতো ক্ষতি ?
তোমার তেমন কিছু হোক না হোক আমার
এই জীবনে ঠিকই তো এনে দিয়েছ দূর্গতি ।
আমরা যখন এসেছি ভবে স্রষ্টার প্রতিনিধি
হয়ে, করে যেতে তারই সৃষ্টির কল্যান ।
ক'জনার করবে কল্যাণ ? বরং আমার কষ্ট
দূর করলে তোমার কল্যাণ হতো অফুরান ।
তোমার সাহচর্য পেলে এই জীবনটা উৎসর্গ
করতে চেয়েছিলামও স্রষ্টার সৃষ্টির সেবায় ।
কিন্তু যন্ত্রণা দগ্ধ এই হৃদয় আর ভগ্ন শরীর
নিয়ে এখন যে আমার দুনিয়ায় বাঁচাই দায় ।
নিশ্চয়ই তোমার প্রতি আমার পরম মমতা
মাখা ভালোবাসাটা কভু পারবে না ভুলতে ।
আজ না হোক কাল ঠিকই বুঝবে মানুষকে
অমন মমতায় কেউ যায় না টেনে তুলতে ।
আমার কোন চাওয়ার পাওয়ার জন্য আমি
কখনই হইনি এতোটা অবুঝ পাগলপারা ।
শুধু তোমার জীবনটা মূল্যায়িত না করতে
পেরে আমি হয়েছি আজ উদ্ভ্রান্ত দিশেহারা ।
কোন কিছুতেই বুঝাতে পারছি না নিজেকে
তোমার অমূল্য জীবনের হবে এই পরিণতি ।
ঐ সৌন্দর্য ও শরীর নিয়ে কভু ভাবিনি, শুধু
ব্যকুল ছিলাম তোমাকে বানাতে হীরেমতি ।