আমি বুঝিনা আমাকে বুঝিয়ে বল
কেন রে তুই করিস ঐ নষ্টের দল ?
যাদের কাজ রাজনীতির নামে শুধু
করে দেশ জাতি ধ্বংসের ছল !
যাদের লক্ষ্য সব ধন সম্পত্তি পদ
পদবী ধর্ম স্বাধীনতা করতে দখল !
ওরা যদি মানবতার ধজ্জাধারী হয়
তবে কেন করে এতো কুটকৌশল ?
কেন আধার রাতে ভোট ডাকাতির
জন্য এতো ঘোলা করে জল ?
কেন বিচারের নামে নাট্য মঞ্চায়নে
ন্যায় বিচারকে করে পদতল ?
কেন আইন শৃংখলা রক্ষাকারীদের
হতে হয় সন্ত্রাসী বাহিনীর দল ?
কেন বাজার ব্যবস্থাপনা অনিয়ন্ত্রিত
করে তা সিণ্ডিকেটের হয় করতল ?
দেশ সমাজের যখন এতো কিছুরই
ক্ষয়ক্ষতি করে চলে যে দল ...
সে দলের মাঝে তুই নীতি আর্দশের
কি খুঁজে পাস বল ?
তবে কি তুই নিজে নষ্ট নাকি বুঝনা
ওরা যে সব খবিস খল ?
তোর মতো নির্বোধের জন্যই আজ
ওরা গড়েছে এতো শক্তি বল ।
তুই বুঝে উঠতে না উঠতেই তোর
হাত দিয়ে দেশ যাবে রসাতল ।
ওরা মাখন খেয়ে ভাগবে আর তুই
জনরোষে মরিস রে বেআক্কল ।