দেশের কতনা জ্ঞানী গুনি শিক্ষিত
বুদ্ধিজীবি বরেণ্য বিখ্যাত ব্যক্তিত্ব ।
যেন বনে বসে আছে দলের দাস
আবার দেশটারও করছে সর্বনাশ !
ত্রাস ছড়িয়ে ধ্বংস করছে সমাজ
অথচ মানবতারও তুলে আওয়াজ !
কি আজব রোগে ভুগছে এ জাতি
যেন সব মিলে খেলছি চড়ুইভাতি !
শুধু স্বীয় স্বার্থে হেথায় সবাই অন্ধ
সংকটও কৃত্রিম উত্তরণ পথও বন্ধ ।
সুযোগ নিচ্ছে সব লুটেরাদের দল
নাকাল জনতা হারায় সহায় সম্বল ।
কেউ দুর্নীতি করার মানসে অনড়
কেউ উদয়াস্ত শ্রমে হয়না স্বনির্ভর ।
সর্বস্ব লুটে তৎপর বণিক সিণ্ডিকেট
বাজার তাই রাঘব বোয়ালের পেট ।
জানি না এই জাতি কেন উদাসীন
কি করে শোধিবে যোদ্ধাদেরই ঋণ ।