খেলা হবে... খেলা হবে...
আর কত খেলা খেলবে হে ভবে,
তা কি তোদের আছে অনুভবে ?
সেবক নয় খেলোয়াড়ই যখন সবে
সামনে খেলতে প্রস্তুত থাকো তবে ।
আমরাও যখন খেলা প্রিয় জাতি
খেলা দেখি নাতিখাতি দিবারাতি
ভাবো কি তাই সবে বিপুল খুশী হবে ?
ক্রীড়াবিদ কিংবা রাজনীতিবিদ
তোরা কি একই পীরের মুরীদ ?
সারাক্ষণ যে শুধু খেলা করেই চলবে ?
আমজনতাও সব খেলার পাগল
খেলাও দেখায় তাই গরু ছাগল
খেলা ছাড়া তারা কেমনেই বা রবে !
তোরা আর কত খেলবে খেলা
ফুরিয়েও তো এলো রে বেলা
তবে এই খেলার সাধ মিটবে কবে ?
তবু বুক চাপড়িয়ে বলছ আজও
খেলা হবে... খেলা হবে... খেলা হবে...
দায়িত্ব হেলা করে খেলে যারা
মোটেও কি বিবেকবান তারা ?
কর্তা হয়ে ওরা তা বলে কোন আদবে ?
যদি নাইবা হতে পারো সুহৃদ
তবে কেন হয়েছ রাজনীতিবিদ
ক্রীড়াবিদ হয়েই খেলতে সগৌরবে !
কত খেলা খেলবে খেলে নাও
খেলতে খেলতেই কবরে যাও
খেলার জন্য ভুলেই গেছ যে মরবে !
নিজেদের ভাব পাক্কা খেলোয়াড়
আমাদের হারাবার সাধ্য কার ?
হারবে রে হারবে... গো হারা হারবে
পাপের ঘট যেদিন কানায় কানায় ভরবে ।
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, বুধবার, ৯ অগ্রহায়ন ১৪২৯, ২৩ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।