দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি
আইন শৃঙ্খলারও চরম অবনতি ।
তবুও কারো ঐ ক্ষমতায় আঁকড়ে
থাকার ধরে কি এমন ভীমরতি ?
ওরা কি কভুও ইতিহাসে দেখিনি
জালেমদের হয়েছে কি পরিণতি ?
ওরা কি ভাবে দেশটা শুধু ওদেরই
বাপ দাদার পৈত্রিক সম্পত্তি ?
নাকি ওদের গুমরাহ হয়েছে অন্তর,
ঘটেছে ভয়ানক মস্তিষ্ক বিকৃতি ?
সারাক্ষণ জনগন হাপিত্যেশ করেই
মরে আর ওরা বলে উন্নয়ন উন্নয়ন !
এতো বিশাল এক জনগোষ্ঠীর সঙ্গে
এ কোন ধরনের তামসিক আচরণ ?
কেনই বা স্বজাতির সঙ্গে সুদীর্ঘকাল
ধরে করতে হবে এত প্রহসন ?
যোগ্যতা থাক বা না থাক নিজেরাই
বাজায় নিজেদের ঢাক; সর্বক্ষন....
ওরা কি তবে আমাদের মানুষ মনে
করে না নাকি ভাবে পশুদের মতন ?
নাকি ওরা কারো চক্রান্তে নিয়োজিত
হয়েছে ধ্বংস করতে জাতি দেশ ?
তা না হলে কেউ কি কভু নির্লজ্জভাবে
ছড়াতে পারে এমন হিংসা বিদ্বেষ ?
কেউ কি হতে পারে এতো আত্মঘাতী
স্বদেশ লুটে কেউ কি করে শেষ ?
কেউ কি ধরতে পারে এমন ডাকাত
খুনি গুণ্ডা লম্পট আর ভন্ডের বেশ ?
রচনাকালঃ- দুপুর ১২:৩৫টা, ৮ কার্তিক ১৪২৮, ২৪ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।