মন আমার বড্ড বিষন্ন তাই যেখানেই যাই
যে দিকেই তাকাই দেখি শুধু ধু ধু মরুভূমি ।
যদিও আছে সবি তবু দেখি না যেন কোন
কিছুই, আমার দৃষ্টি সীমানায় নাই যে তুমি ।
তুমি পাশে ছিলে বলে এ দুনিয়াটা আমার
কাছে হয়েছিল কত স্বপ্নীল ঝলমলে রঙ্গিন ।
তুমি চলে গেলে সব আলো নিভিয়ে দিলে
এখন আর তফাৎ করতে পারিনা রাতদিন ।
বিবর্ণ আর অনুভূতিহীন এমন দিনগুলোতে
তুমিহীন আমার আজ বেঁচে থাকাটাই কষ্ট ।
আমার স্বপ্ন সাধ ও আশা আকাঙ্ক্ষাগুলো
এক এক করে সব কিছুই আজ করলে নষ্ট ।
পথ ভ্রষ্ট এভাবেই হয় বুঝি মানুষ আমারও
ভেতরে ভেতরে কে যেন তা দিচ্ছে তাড়না ।
এভাবে কারো আশার আলো কেড়ে নিলে
কি হয় তোমার তাতেও নেই কোন ধারনা ?
নিজের সুখটাই ষোলআনা আদায় করতে
হয় এটাই শুধু তোমাকে শিখিয়েছে সমাজ ।
হয়তো কোনভাবেই জানতে পারোনি জন্ম
উদ্দেশ্য সার্থক করতে উৎসর্গই মহৎ কাজ ।
যারা শুধু নিজের জন্য বাঁচে তারা তো সুখী
হতে কেউ পারেনি, আর পারবেও না কভু ।
জেনেও তবু কেন আমায় কাঁদিয়ে এতোটা
হতে পারলে স্বার্থপর, ক্ষমা করবে কি প্রভু ?
রচনাকালঃ- সন্ধ্যা ৬:২৫টা, রবিবার, ১২ অগ্রহায়ন ১৪২৯, ২৬ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।