আমি জানি না, সত্যিই জানি না
যাকে একবার কেউ ভালোবাসে
তাকে কিভাবেই বা করে ঘৃণা ?
যেথা হয়েছে কত হৃদয় বিনিময়
যাকে না দেখলে একটি মুহুর্তও
কারো যেন কাটতো না সময়..
যদিবা না করে বড় কিছু অন্যায়
তবে তার প্রতি কেনই বা এতো
ক্ষোভ ? একটুও কি নেই দায় ?
রক্তীয় সম্পর্কের স্বজন পরিজন
হোকনা যতই দোষী কেউ করি
কি তাদের চিরতরে বর্জন ?
এককালের প্রাণপ্রিয় তবে কেন
হয়ে উঠবে ঘৃণার পাত্র, যাকে
দেখামাত্র গাত্র জ্বলে উঠে যেন..
রচনাকালঃ- রাত ১১:৫৪টা, বৃহস্পতিবার, ২ ফাল্গুন ১৪৩০, ১৫ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।