একমাত্র এইম       মোবাইল গেইম  
       ছেলেমেয়ে সব আসক্ত ।
তাদের বায়না        ভুলানো যায়না
        হলেও বজ্র কঠিন শক্ত ।

নিজেরও কাজ       করেই না আজ
        বরং করে যত বেয়াদবি ।
গেইম পার্টনার        পরম বন্ধু তার
        তাদের সাথে চলে সবি ।

মা মরলে আজ       কে করবে কাজ
        তোর কি হয়রে কি জানি !
সে বলল রেগে      তবে মরার আগে
        রেঁধে রাখোগে বিরিয়ানি ।

মা শুনে অবাক      বুক শুকিয়ে খাক
     একি সত্যি তার উদরজাত ?
মোবাইল পেয়ে     সকল ছেলেমেয়ে
      হয় আত্মকেন্দ্রিক বজ্জাত ?

হ্যাঁ, ঠিক তাই       মোটেও ভুল নাই
     এটাই চাচ্ছে শোষকের দল ।
বিচ্ছিন্ন থাকলে      পড়ে ওরা কবলে
     শোষণে সহজেই হয় সফল ।

আত্মকেন্দ্রিকতা     যে অসামাজিকতা
     তাহলেই হয় যে ওদের দাস ।
যুগে যুগেই ওরা     সুন্দর এ বসুন্ধরা
     এমনিভাবেই করছে সর্বনাশ !!

রচনাকালঃ- রাত৮:৫৮টা, সোমবার,  ২৭ জৈষ্ঠ্য ১৪৩১, ১০ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।