ইদানীং বিশ্বের বহুদেশ
সভ্য সচেতন হয়েও
লালন করে বর্ণ বিদ্বেষ ।
এটা নয়কো নিছক ঘৃণা
সুক্ষ্মভাবে এর নেপথ্যে
কর্পোরেট রহস্য কিনা !
মানুষের মনকে নিয়ন্ত্রণ
করে ওরা মুনাফা তুলে
ঘরে ওদের ইচ্ছে মতন ।
ঘৃণা দিয়ে তুলে ফায়দা
জাতীয়তা ধর্ম বর্ণ তো
শুধুই ঘায়েলের কায়দা ।
আর আমরা হাঁদারামরা
ঐ পায়ে জুতা পড়াতে
খুলে দিচ্ছি স্বীয় চামড়া ।