যদু মধু রাম সাম নিজেরাই
সবে নিজেদের বলে সেরা ।
আসলে কে যে কার চাইতে
সেরা সেটাই রহস্যে ঘেরা !
একজনে ঠিক থাকলে ভাই
বাকিরা অবশ্যই ঠিক নাই ।
সবাই নিজেদের যখন ঠিক
বলে সমস্যা তো সেটাই ।
ওরা এমনই জ্ঞানী দাবীদার
চাষাও ওদের ধরে ভুল ।
একেক জনের ভুলে আবার
পুরো জাতি দেয় মাশুল ।
ওদের ভুল ধরতে গেলেই
তো ওরা হয় চরম ক্ষুব্ধ ।
আর এ কারণেই অবশেষে
লাগে দেশে দেশে যুদ্ধ ।
শুধু এজন্যই বিশ্ব জুড়ে যে
লেগে আছে যত অশান্তি ।
জানি না আর কতকাল বা
মানুষ পুষবে এ বিভ্রান্তি ।
রচনাকালঃ- রাত ১১:২৮টা, রবিবার, ১৪ মাাঘ ১১৪৩০, ২৮ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।