ঢিল ছোঁড়না ছোঁড়না বন্ধু
ঐ কাঁচের ঘরে বসে ।
জবাবে পাটকেল ছুঁড়লে
তা পড়বে যে ধ্বসে !
অমন ঠুনকো আস্তানাতে
বসে কর না মাস্তানি ।
বেইজ্জতের সাথে সাথেও
তোমার হবে প্রাণহানি !
হিতাহিত জ্ঞান নেই বলে
হও এমন আক্রমণাত্মক ।
যখন তখন যত্রতত্র আজ
এমন হিংস্রতা মারাত্মক ।
এসবই ঘটছে আসলে ঐ
নষ্ট রাজনীতির প্রভাবে ।
ওদের নেতৃত্বেই মানুষেরা
ভুগে জ্ঞানবুদ্ধির অভাবে ।
পরস্পরের বিষোদগারে
হিংসা সবে রাখে মজুদ ।
একটুখানি স্ফুলিঙ্গে হয়
আত্মনাশী গোলাবারুদ ।
রচনাকালঃ- বিকাল ৫:১৭টা, শনিবার, ৩০ চৈত্র ১৪৩০, ১৩ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।