আমি কেন হতে পারিনি গো
তোমাদের মতো ?
তোমরা একে ছাড়ছো ওকে
ধরছো চাচ্ছ যত ।
কারো সাথে বেঁধে ফেললেই
হলো ঘর সংসার ।
যেন আলু পটলের কারবার
দেখার কি দরকার ?
অন্তরে কাউকে আপন করে
যদি একবার নাও ।
তবে কিভাবে কোন উপায়ে
তাকে ভুলেও যাও ?
কিভাবে তাকে ভুলে দিব্যি
থাকো খেয়ে পড়ে ?
আমি তো ভাই সর্বদাই যেন
বেঁচেও আছি মরে ।
উঠতে বসতে খেতে পড়তে
ভুলতে যে পারিনা ।
অথচ সবাই দেখি সব ভুলে
তার ধার ধারে না ।
যে কিনা সদা থাকতো যার
চোখের মণি হয়ে ।
সে কি করে তাকে হারিয়ে
থাকে কষ্ট সয়ে সয়ে ?
প্রিয়জন বিনা এতো আপন
যার আর কেউ নয় ।
কি করে সে তার প্রতি হতে
পারে এতোটা নির্দয় ?
আমার বোধগম্য নয় বলেই
পারিনা আর সইতে ।
ধুঁকে ধুঁকেই যে নিঃশেষ হচ্ছি
কাউকে পারি না কইতে ।