লোকে বলে আমি নাকি
প্রচারে থাকতে চালাচ্ছি অপপ্রচার !
বলি ভাই আমার নামে
বরং করছেন এটা চরম মিথ্যাচার ।
নাম যশ খ্যাতি পদপদবী
যদি চাইতাম তবে হতাম চাটুকার ।
বাড়ি গাড়ি সারি সারি
করার সুযোগও দিয়েছিল সরকার ।
তা না করে জীবন বাজি
রেখে দ্রোহে সদা থেকেছি সোচ্চার ।
রীতিমতো যুদ্ধ করে তো
শেষে হটিয়ে দেই জালেম স্বৈরাচার ।
আরে ভাই ওসব খ্যাতির
বাসনা যারা করে ওরা তো দুরাচার ।
আমি সকল লোভ লালসা
ফেলে সত্যব্রতে চাই মিথ্যার বিচার ।
তাই সত্য বলে যা জানি
তাই বলি ধার ধারিনা যে লোকাচার ।
আমি কবি চাঁছাছোলা, বন্ধু
না হোন এ নামের করবেন সুবিচার ।

রচনাকালঃ- রাত ৯:২৮টা, বৃহস্পতিবার, ১৪ ভাদ্র ১৪৩১,
২৯ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।