তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবীটা
এখন দ্রুত পরিবর্তনশীল ।
সবারই বদলাচ্ছে জীবন জীবিকা
আবার কারো হচ্ছে জটিল ।
পুরোনো চিন্তা চেতনায় বা ধ্যান
ধারণায় যারা থাকছে আঁকড়ে ।
তাদেরই অভাব অনটন ব্যর্থতার
গল্পগুলো যেন ধরে ঝাঁকড়ে ।
সময়ের সাথে সাথে নিজেকে না
বদলাতে যারা করছে ভুল ।
কম্পিউটারের ন্যায় নিজকে সদা
আপডেটবিনা গুনে চড়া মাশুল ।
যুগের সাথে না মিলিয়ে চললেই
অন্যের সনে বাড়বে ব্যবধান ।
আদিখ্যেতা আঁকড়ে ধরে যুগের
সমস্যার করা যায় না সমাধান ।