দুনিয়ার মায়া ত্যাগে লাগে বুঝিবা শক্ত আঘাত
ভাবিনি কভু তাতে রবে মোর প্রিয়াতমারই হাত ।
যাক তবুও তো ছাড়তে পারলাম দুনিয়ার মোহ
অন্তত নিজের বঞ্চনায় সামান্য করবো না দ্রোহ ।
এখনই চাওয়া পাওয়ার মিটে গেছে সকল স্বাদ
যত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধ সব হলো বরবাদ ।
কখনও ভাবিনি এখনই আমার আসবে এই দিন
যৌবনেই কারো রঙিন দিন হয়ে যায় বর্ণবিহীন !