আইন শৃঙ্খলা রক্ষাকর্তা ও ভাই পুলিশ
যেই মালিকের চাকরি করে বেতন নাও
নিরপরাধে তারই তুমি জেলে পুরে দাও !
বুটের লাথি বন্দুকের বাটে কর রক্তাক্ত
তার লুটেরাদেরও তুমি আবার অন্ধভক্ত !
তবে কি করে ভাই এর পরিণাম ভুলিস ?
জনগণের বন্ধু নাকি তুমি ও ভাই পুলিশ
তবুও কেমনে তার শত্রুদেরও নাও পক্ষ
কার ইশারাতে বিদীর্ণ কর তার-ই বক্ষ ?
রক্ষক হয়ে কেন বন্ধু ভক্ষকের ভূমিকায়
তোমার জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই হেথায় ?
তবু কেমনে তাদের বিরুদ্ধে হাত তুলিস ?
জানমালের নিরাপত্তাদাতা ও ভাই পুলিশ
ছোট্ট এদেশে যেথায় সবাই সবার স্বজন
সুশাসন চালালে দুর্জন থাকেই বা ক'জন ?
সেথায় তুমি তবে ভাই আদতে করছ কি,
ভেবে দেখো তো এসব ঠিক করছ নাকি ?
অন্তত আয়নার সামনে ঐ মুখোশ খুলিস ।
এতোটা আর নৃশংস হইও না ভাই পুলিশ
ঐ দায়িত্ব কর্তব্য ভুলে বাড়াসনে বদনাম
ভুলে যাসনে ভাই আছে ভয়াবহ পরিণাম !
হরিনাম-আল্লাহর নাম জপো হে সারাক্ষণ
দেশে ফিরে আসুক সুখের ঐ মাহেন্দ্রক্ষণ
শেষে যেন বন্ধু বিচারে ফাঁসিতে না ঝুলিস ।।
রচনাকালঃ- বিকাল ৫:০১টা, রবিবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩০, ৩ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।