দেশে দেশে কতেক সরকার
ইসলামটাকে করল ছারখার
নিপুণ নাটক সাজিয়ে শান্তির
ধর্মটাকেই তারা বানিয়ে ফেলল জঙ্গি ।
বিশ্বের নির্বোধ যত জনগন
ওদের কথাটাই করল গ্রহন
ইসলাম অবমাননার মজার
এ খেলা সবাই মিলে খেললও চতুরঙ্গী ।
মক্তব মাদ্রাসায় বইল ঝড়
মিডিয়াও ছড়াল কত খবর
অসহায় বনে দেখেছি ওদের
রসিয়ে রসিয়ে করা সেই প্রকাশ ভঙ্গি ।
পরিশেষে প্রমাণ হলো মেলা
সবি যে ছিল পাতানো খেলা
প্রতিটি ঘটনার অন্তরালে ছিল
ক্ষমতা বাণিজ্যের সম্পর্কই অঙ্গাঅঙ্গি !
জারিজুরি যদিও হলো ফাঁস
রচিত হলো কালো ইতিহাস
তবু এই বস্তাপচা সস্তা নাটক
আজও খেলে কিছু অপরিনামদর্শী ঢঙ্গি ।
স্বীয় আসন রাখতে সমুন্নত
খেলাটি খেলছে ইচ্ছে মতো
গদি রক্ষায় জঙ্গি ধোঁয়া তুলে
পেয়ে মুসলিম নিধনকারী খেলার সঙ্গী !
এ খেলায় কেড়েছ কত প্রাণ
নাটকে নিজে সেজেছ মহান
নারী শিশুও দাওনি বাদ কত
প্রাণ করলে বরবাদ বন্ধু হলো বজরঙ্গী !
রচনাকালঃ- রাত ১১:৫৬টা, মঙ্গলবার, ২১ অগ্রহায়ন ১৪২৯, ৬ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।