লিখতে চাচ্ছি একটি কবিতা
কিন্তু কি সব লিখছি যা তা ?
শুধু লিখে ভরে ফেলছি খাতা...
তবে হতে চাইনি আমি কবি
আঁকতে চাই একটি মনছবি
যদি হতো আরেকটি মসনবি ।
কেইবা পড়বে সেই কবিতা
দেখি নাতো সেই মানসিকতা
অভব্যতাই এখন যে সভ্যতা !
স্রোতের বিপরীতে সাঁতরে
চলছি অন্তহীন তিমির রাত্রে
এখনো পথ খুঁজছি হাতরে...
সমাজের প্রভাবে বিষন্ন মন
জীবিকাই হয়ে উঠছে জীবন
নিধুবনে মন গেছে নির্বাসন ।
এতো করবো বা কার জন্য
এই বাজারে সবি যখন পন্য
অর্থবিনে কেউ করেনা গণ্য ।
লেখালেখি মন দেয়না সায়
দিন যায় শুধু টাকার চিন্তায়
জীবন যখন টেনে নেয়া দায় !
রচনাকালঃ- রাত ১০:০০টা, শনিবার, ১৩ মাঘ ১৪৩০, ২৭ জানুয়ারি ২০২৪, মিরপুর, ঢাকা ।