জীবন সাথী খুঁজতে কার কত রকমের থাকে অভিপ্রায়
তা আমারও ছিল যা এক ঝলক দেখিয়েছিল বিধাতায়
যদিও কেউ কেউ জীবন সাথী জোটাতে গলদঘর্ম করে
কিন্তু তারা নিজেরাও জানেনা আসলে তারা যে কি চায় ।
কেউ চায় উচ্চ বংশীয় কেউ বা চায় শুধু উচ্চ ডিগ্রীধারী
কেউ চায় কাড়ি কাড়ি টাকাকড়ি ধন সম্পদ বাড়ি গাড়ী
কেউ চায় রাজ্য রাজকন্যা সবকিছু হয় যেন এক সাথে
কেউ চায় বিয়ে সাদী করে চিরতরে বিদেশ দেবে পাড়ি ।
কারো বা তেমন কোন কিছুই মুখ্য নয় একটা হলেই হয়
সামাজিকতা রক্ষার্থেই এরা শুধু বিয়ে করে কাটায় সময়
পছন্দসই তাদের হোক বা না হোক বিয়েটা ঢাল হিসেবে
রেখে ভ্রমরের ন্যায় সুখ সুধা পান করে বেড়ায় বিশ্বময় ।
কিন্তু যার সাথে কাটবে জীবন তাকেও হতে হবে তেমন
যার তার কথায় যেমন তেমন সাথীতে কি গো মজে মন
উচাটন করবে মন অন্য কারো তরে, তখন কি করে হয়
ঘর সংসার সবকিছু পুড়ে ছারখার যেন শীতের কাশবন ।
পরস্পরের প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা রুচি শ্রদ্ধাবিনা
জানি না এমন ঘর সংসার জন্তু জানোয়ারও করে কিনা
শুধু শ্রেষ্ঠ জাতির দাবীদার মানুষই কারো প্ররোচনায় বা
বাধ্য বাধ্যকতায় এতে ধ্বংস করে জীবনের সব সম্ভাবনা ।
রচনাকালঃ- রাত ১১:০০টা, মঙ্গলবার,১৪ অগ্রহায়ন ১৪২৯, ২৯ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।