ওগো প্রিয়তমা...
আমি না হয় মুখ বুজে সইলাম সবই
কিন্তু ইতিহাস তোমায় করবে কি ক্ষমা ?
আমার হৃদয় ভাঙা শোক পাথরগুলো
কালের অন্তরালে রেখেছি যে জমা...
হে প্রিয়তমা-
কেন তুমি করলে এতেটা অবিচার
তুমি না আমার ছিলে নিরুপমা ?
কেন তবে আমায় এমনি ছুঁড়ে ফেলে দিলে
তোমার সুখের ঘরটা যদি না হয় তিলোত্তমা ?
জানো তোমার বিরহের প্রতিটি অশ্রুর ফোটা
তোমার রাজপথে পুঁতে রাখা একেকটি বোমা !
কিছু বুঝেছ কি প্রিয়তমা ?
কখন যে তোমার ঐসব সুখ শান্তি উবে যাবে
আমিহীন স্বপ্নগুলো যা রচিলে রমরমা ।
রচনাকালঃ- রাত ১১:৪৬টা, বৃহস্পতিবার, ১৩ আশ্বিন ১৪৩০ , ২৮ সেপ্টেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।