ইতিহাস বিকৃতি করেই দিয়েছ তুমি
বিকৃত মস্তিষ্কের পরিচয় ।
এর দ্বারা তুমি তাই প্রমাণও করেছ
সত্যকে তোমার বড় ভয় ।
ছয় নয় করে না হয় কাটিয়ে গেলে
দুনিয়ার দুদিনের জীবন ।
আর এই টুকুর জন্যই জাজ্জ্বল্যমান
সত্যকে করনি অনুধাবন !
সত্যকে কখনো চেপে রাখা যায় না
ওরে ও মূর্খের মহারাজ...
সত্য ছাড়া কি করে যাও হে গড়তে
তোমার পরিবার সমাজ ?
ইতিহাসও তোমায় করবে না ক্ষমা
এটাই ইতিহাসের শিক্ষা ।
এই সমাজ বিধ্বংসী ভাবনা ছেড়ে
আগে নাও সত্যের দীক্ষা ।
বিদ্বেষবশত যায় না মুছা কারোর
কৃতিত্বের সত্য ইতিহাস ।
ইতিহাস মুছে দিতে গিয়ে করনা
আবার নিজেরই সর্বনাশ !!
রচনাকালঃ- রাত ১১:২৫টা, বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০,
২৯ নভেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।