কোন ধর্মের সাথে আর কোন ধর্মের
কোন বিবাদ বিসম্বাদ তেমনটা নাই ।
কিন্তু ইসলামের সাথে বিদ্বেষ বিভেদ
করছে দেখি দুনিয়ার অন্য সবাই ।
ধর্মটা খারাপ বলেই গড়পড়তা দোষ
দিয়ে যায় সাধারণ সব মানুষজন ।
কিন্তু একটি ধর্মকেই কেন সবে মন্দ
বলে তা অনুধাবন করে বা ক'জন ?
আবার সকল ধর্মের মানুষেরাই প্রতি
নিয়ত হচ্ছে তাতে বেশি ধর্মান্তরিত !
তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে নিজেই
ইসলামী মতাদর্শে হচ্ছে রূপান্তরিত ।
যারাই ইসলামকে প্রশ্নবাণে জর্জরিত
করে করতে চায় সর্বদা নাজেহাল ।
তাদেরই স্বজন সঙ্গীগন এর সুশীতল
ছায়াতলে এসে ধরছে তারই হাল ।
ইসলামের সুদবিহীন অর্থনীতি আর
যাকাত ব্যবস্থায় রবে নাতো দরিদ্র ।
পর্দা নারীর পন্য বানানোর পথ রুদ্ধ
করায় বেনিয়া রাত কাটায় বিনিদ্র ।
কঠোর নির্দেশনা আছে জীবনচরণে
বিধিনিষেধ দিয়ে হারাম-হালাল ।
এসবে যাদের হানে আঘাত তারাই
ইসলামের বিরুদ্ধচারণে বেসামাল ।
আসলে এর উত্তরও এটাই সত্যবাদী
যেমন অপ্রিয় হয় অনেকের কাছে ।
তাই সত্য যার অপ্রিয় ইসলামও হবে
তার অপ্রিয় সেতো জানাই আছে ।
রচনাকালঃ- সন্ধ্যা ৬:০৫টা, রবিবার, ২৪ চৈত্র ১৪৩০, ৭ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।