আজকে আমাকে চারটার ভোররাতে
বাসযোগে হলো বেনাপোলে আসতে
জরুরী কাজে ঢুকতে বন্ধুদেশ ভারতে--
ভোর পাঁচটায় দাঁড়াই বিশাল লাইনে !
যদিও টাকায় জলবৎ তরলং আইনে
তবুও সেই দিকে আমি আর যাইনে ।
অর্ধদিবস সবার কেটেছে ঠায় দাঁড়িয়ে
জীবনের কষ্টেরও সব রেকর্ড ছাড়িয়ে
ইমিগ্রেশন দিলো যেন কুকুর তাড়িয়ে ।
যেন অতি অনিচ্ছায় দিল তারা ভিসা
অবেলায় তা পেয়ে পাইনা দিকদিশা
ছয় ঘন্টার ইমিগ্রেশনের কি তামাশা !
দেখে নিলাম যে আজ হাসরের নমুনা
গনগনে রোদে পুড়েছি খানাপিনা বিনা
বিড়ম্বনা পোহাই বাংলাদেশী বলে কিনা !
রচনাকালঃ- রাত ১১;৩৪টা, বৃহস্পতিবার, ১১ জৈষ্ঠ্য ১৪৩০, ২৫ মে ২০২৩, কলকাতা থেকে রায়গঞ্জগামী ট্রেনে, ভারত ।