আমি জানি না ইতিহাস
জানি না ভূগোল ।  
জানি না সামন্ত শাসন
জানি না মোঘল ।
তবু বনে কবি সাহিত্যিক
বাঁধাই গণ্ডগোল ।
স্থান কাল না বুঝে, বলি
আবোল তাবোল ।
হঠাৎ মানবদরদী সেজে
পাল্টে দেই ভোল ।
কি বুঝে না বুঝে ফেলি
চারদিকে শোরগোল ।
হৈ হৈ করে চেঁচিয়ে করি
যুদ্ধের ডামাডোল ।  
অবশেষে জানলো সবে
আমার মাথায় ঘোল !
ধুত্তোরি ছাই-আমি ভাই
হুজুগে পেটাই ঢোল !
ছিঃ সবার কাছে হয়েছি
আমি একটা বোতল !

রচনাকালঃ- সন্ধ্যা ৭:২২টা, শুক্রবার, ২৫ শ্রাবণ ১৪৩১, ৯ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।