যখন দেখি লাল সবুজের বুক চিরে পত পত করে
ভিন রঙের পাতাকা উড়াও সবাই মিলে ।
তখন ভাবি দেশটা বুঝি দখলে নিলো আর্জেন্টিনা
ব্রাজিলে, কি গো ব্যথা লাগে না কারো দিলে ?
আমার লাগে সবার আগে, অঢেল রক্ত ঢেলে ভাষা
ও মাটি খাঁটি বাঙালি সবকিছু জয় করল বলে ।
আজকে মুক্ত স্বাধীন চলে, তাই বলে নিজের মর্যদা
বিলীন করে ভিন্ন পতাকা উড়াবে খেলার ছলে ?
অন্ধ গোঁড়া সমর্থক বনে অনর্থক তোরা স্বীয় স্বজন
বন্ধুর সনে করছ কত না ওরে ঝগড়া বিবাদ !
বুঝো নাতো এমনি করে সেই পুঁজিবাদ বেনিয়ারা
আবেগে তোদের অন্ধ রেখে করছে সব বরবাদ ।
এমনি করেই তো ধর্ম বিনোদন আর রাজনীতিতে
আগেব মন্থন করে ওরা হুজুগ মাতায় !
আর আমরা হাঁদারামরা আহা ! কি দারুণ বোদ্ধা
আর যোদ্ধা বনে আশ্রয় খুঁজি ওদের ছাতায় ।
এসবের ভেদ না বুঝে স্বজনের সনে যুঝে আমরা
অবচেতন মনে যাচ্ছি বনে কারো না কারো দাস !
মুক্তমনা হতে হলে এমন সমর্থক হওয়া কি চলে,
তাই বলে স্বীয় সত্বা ভুলে সবে থাকবো উদাস ?
রচনাকালঃ- রাত ১১:০৪টা, ১১ অগ্রহায়ণ১৪২৯, ২৬ নভেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।