হতভাগা আর বলি কারে ?
শুনতে তখন পাবে না সে সুযোগ যখন
তার দরজায় এসেও নিজের হাতে কড়া নাড়ে ।
হতভাগা তো বলি তারে...
অকাজে সদা ব্যস্ত থাকে কিন্তু আসল
কাজে সময় মতো আর পাওয়াই যায়না যারে ।
হতভাগা আর বলি কারে ?
বন্ধু নির্বাচনে তার মোটে রুচিবোধ নাই
বন্ধুত্ব হলেই সব উজার করে দেয় যারে তারে ।
হতভাগা তো বলি তারে..
দুয়েকবার মন্দ দ্বারা ধোকা খেলেই আর
কিছুতেই বিশ্বাস করে না মোটেও ভালোটারে ।
হতভাগা আর বলি কারে ?
রাত জেগে অযথা সময় কাটায় অথচ
সকালে সৌভাগ্যের গাড়িটা ধরতে নাহি পারে ।
হতভাগা তো বলি তারে..
দুষ্টের মিষ্টি কথায় মজে সে সবি হারায়
সত্যের পথে আহবানে যার গায়ে জ্বালা বাড়ে ।
হতভাগা সত্যের দিকে কমই পা পাড়ায়
সহজে সফলতার আশায় শুধু লম্ফঝম্ফ মারে ।
সে লোভ লালসায় আর পরের আশায়
থেকে থেকে নিজের সম্ভাবনা নষ্ট করে ছাড়ে ।
রচনাকালঃ- রাত ৮:০৯টা, শনিবার, ৩০ পৌষ ১৩২৮, ১৪ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।