আমি যদি গায়ক হতাম তবে এখন হতে
আমার আর কভু গাওয়া হতো না গান ।
সুর সঙ্গীত আর ভালো লাগেনা এমন কি
সেই মায়াবী কোকিলেরও কুহুতান ।
অথচ এসব কিছুই আমায় একদা নিয়ে
যেত যেন কোন এক স্বর্গলোকে ।
এখন আমার সদা উচ্ছলতার জীবনটা
কাটে দুনিয়ার সবচেয়ে শোকে ।
সবুজ প্রকৃতিটাকে স্বর্গসম লাগতো সদা
আমার চির সবুজ মনে ।
হঠাৎ সবই অতীত স্মৃতি হয়ে এখন শুধু
কাঁদায় ক্ষণে ক্ষণে ।
ষড় ঋতুর সবকটি রূপই আমার চোখে
ধরা দিতো অবর্ণনীয় রূপের পসরায় ।
এখন আমার নষ্ট চোখে স্পষ্ট দেখছি না
দিনগুলো কেমনে আসে যায় ।
মুক্ত বিহঙ্গের মতো জীবন আমার ছিল
দুঃখ বিষাদ হতাশা মুক্ত ।
এখন আর ওসব ঠেলে লড়াই করে বুঝি
বাঁচতে মোটেও নই উপযুক্ত ।
অর্থ বিত্ত ব্যবসা বানিজ্যের ক্ষতি কিংবা
অপ্রাপ্তি কভু দিতে পারেনি কষ্ট ।
কিন্তু একটি স্বপ্নের মৃত্যু আমাকে কুঁড়ে
কুঁড়ে খেয়ে শরীর মন সবি করে নষ্ট ।
এক দূর্ভাগ্য রজনীর হঠাৎ ঝড়ে একটি
প্রাণোচ্ছল জীবন হয়ে পড়ল নিথর ।
এসব কিছু যার জন্যই হলো তার হৃদয়
দুনিয়ার সবচেয়ে কঠিন এক পাথর ।
রচনাকালঃ- রাত ১১:৪৪ টা, শনিবার, ১৭ আশ্বিন ১৪২৯, ১ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।