আজকের তরুণ যুবক তুমি কালকেই হবে বাপ
সেই সন্তান খুঁজতেও পারে তোমার পায়ের ছাপ
তাই সন্তানের যে শাস্তি দেখে বুক ফেটে কাঁদবে
তুমি; ভুলেও করিস না রে সেই জঘন্যতম পাপ ।
পাপের আগুন মাথায় উঠলে জ্বলে দেখ এ দৃশ্য
তোমার সেই বৃদ্ধ বয়সে যখন সন্তান হবে নিঃস্ব
অসহায় হয়ে যে কেঁদে ফিরবে এ ঘাটে ও ঘাটে
দেখবে তখনই কেমনে ধিক্কার দেয় গোটা বিশ্ব !
পাপ করতে যদি সেই বিবেক তোমায় না দংশে
তবে কুলাঙ্গারে ভরবে তুমি তোমার পুরো বংশে
ধৈর্য্য ধর প্রার্থনা কর প্রভূর নিকট পাপ পঙ্কিলতা
হতে মুক্ত থাকতে, ভুলে পা বাড়াইও না ধ্বংসে ।
তারুণ্য তোমার সৃষ্টির জন্য ভবিষ্যতের বুনিয়াদ
সৃষ্টি সুখে মত্ত থাকো ব্যক্ত কর হে দৃঢ় আশাবাদ
উদ্ভাবনে দাও মন লক্ষ দাও দূরে মনছবি আঁকো
জীবন পরিচালিত করতে, নয়তো পাপে বরবাদ ।
রচনাকালঃ- রাত ১০:৫৬টা, শনিবার, ৩ অগ্রহায়ণ ১৪৩০,
১৮ নভেম্বর ২০২৩, মিরপ, ঢাকা ।