এই দেশের সাম্প্রতিক পুলিশ বাহিনী
আহা কতনা গড়ল বে-নজীর কাহিনী ।
দেশে ফ্রি-ষ্টাইলে চালাচ্ছে যে তাণ্ডব
পুলিশ আর ওরা যেন পাঁচভাই পাণ্ডব !
ওদের মাঝে কেউ পড়েছিল হেলমেট
পুলিশ নয় বটে তবে ওদের ফিল্ডমেট ।
পুলিশ মশাইদের কাজে দেয় যোগান
তছনছ করে সমাজে সাজানো বাগান ।
জনতা পেটানোয় ওদের যত মাদকতা
দাঙ্গা বাহিনীকে করে সব সহযোগিতা ।
মানুষ পথে ফেলে পেটায় কুত্তার ন্যায়
কার বা সাধ্য বলবে সেটা মহা অন্যায় !
পুলিশ বান্ধব হেলমেট বাহিনীর দেশে
বাস করে সবাই আতঙ্কিত পরিবেশে ।
পরিশেষে বদলালে এ দেশের চিত্রপট
ওরা দেশ ছেড়ে পালাবেও যে পটাপট ।
হয়তো মুখোশ নয়তো পড়ে হেলমেট
কিন্তু পারবে তো সব করে রাখতে সেট ?