আমি কবিতা লিখেছি শত শত
কিন্তু কোনটাই হয়নি তার মতো
দৈবাৎ চক্রে লেখা একটি কবিতা ছাড়া ।

মনের মাধুরী সবটুকুই মিশিয়ে
সাগর সেচে আনা রত্ন খচিয়ে
যা রচে নিজে হয়েছিলামও আত্মহারা ।

যে কবিতা আমায় বানাতো কবি
যে কবিতা দিতো যশ খ‍্যাতি সবি
সেটাই হারিয়ে আমি ভীষণ দিশেহারা !

যাতে লিখেছি মনের সব কথা
যা লিখে ভুলেছিলাম শত ব‍্যথা
তা হারিয়েই আজ হয়েছি পাগলপারা ।

রূপকথার পরী বাস্তব কবিতায়
লিখেছি যে তার পাতায় পাতায়
ছিল রূপে গুনে কাব্যে ছন্দে মনোহরা !

সেই লেখা কবিতার কাগজখানা
যদি কিনে ফেরিওয়ালা অজানা
আতংকিত থাকি কি যে করে তার দ্বারা !

আমার ঘুম স্বপন আহার বিহার
চেহারা সুরত আর রুচির বাহার
উবে গিয়ে হয়েছি এক বাউল ছন্নছাড়া ।

যে কবিতাটি ছিল সাধনার বর
যার জন‍্য কবিতা ঝরতো নির্ঝর
আজ সেথায় রচিত হচ্ছে মরু সাহারা !

ওগো কেউ কি আছো হৃদয়বান
দিতে পারো ঐ কবিতার সন্ধান
যা না পেলে অকালেই যাবো যে মারা ।

যে কোন মূল্যে এনো দাও তা
তবেই আবার লিখবো কবিতা
নয়তো তোমরাও কেঁদে হবে গো সারা ।