কৈশোরকালে যখন হারিয়েছিলাম
আমার শখের পোষা পাখি ।
আকুল পারায় ভীষন কেঁদে কেটে
ফুলিয়েছিলাম দুই আঁখি ।
তখনই আমি বুঝেছিলাম হারানো
বেদনা কাকে বলে ।
তাই কাউকে হারাতে ভালোবাসার
মাল্য ভয়ে আর পরিনি গলে ।
রাগ অভিমানে একবার বাড়ি হতে
পালিয়েছিলাম কিছুদিন ।
মা আমার পাগলীনি বেশে রাস্তায়
রাস্তায় খুঁজে ফিরতো প্রতিদিন ।
সেই থেকে হারানোর ভয় আমাকে
সদা করতো আতংকিত ।
কারো স্বজন হারানো কথা শুনলে
আজও হয়ে পরি উৎকন্ঠিত ।
এমনিতে কোন কিছুতেই ভয় নেই
আমার হারানোর ভয় ছাড়া ।
সেটাই হলো সত্যি সেই দিশাকেই
হারিয়ে হলাম দিশেহারা ।
আমার দ্বার সুস্থ স্বাভাবিক জীবনে
ফেরা আর তাই সম্ভবও নয় ।
আমার যে বেজেছে পতনের ঘন্টা
এখন আমার সবকিছু হবে লয় ।
পরাজয় মানতাম না কখনও ছিল
প্রত্যয়, এখন করি মৃত্যু কামনা ।
সম্ভব না সম্ভব না আমার বাঁচাটা
এখন আর মোটেও সম্ভব না ।
তাকে নিয়েই যে করেছিলাম সব
পরিকল্পনা জন্ম সার্থক করতে ।
এখন বুকভরা এই কষ্ট নিবারণের
জন্যই শুধু চাই মরতে ।
রচনাকালঃ- সকাল- ৭:০৮টা, মঙ্গলবার, ২ কার্তিক ১৪২৯, ১৮ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।