হারানোর বেদনার চেয়ে
কষ্ট বুঝি নেই দুনিয়ায় ।
প্রিয়জন হারালে অনেকে
হয় এতিম অসহায়...
যদিও মানুষের কল্যাণে
সবই সৃজিয়াছেন প্রভু ।
কেউ কেউ তার ব্যবহার
হয়তো করেনও কভু ।
মানুষের জন্য তার শ্রেষ্ঠ
উপহার জ্ঞান ও প্রজ্ঞা ।
জীবন তার হয়না সার্থক
যা করলে অবজ্ঞা ।
তা লাভ করাও অসম্ভব
সৎ গুরুর দীক্ষা ছাড়া ।
তখন আবার সব সম্ভব
সেই মানুষটিরই দ্বারা ।
তাই সব হারিয়েও কেউ
পায় যদি এক সৎ গুরু ।
নতুন কিছু সৃজনে আবার
সে করতে পারবে শুরু ।
রচনাকালঃ- রাত ১২:৪৩টা্, ১লা কার্তিক ১৪৩০,
১৭ অক্টোবর ২০২৩, মিরপুর, ঢাকা ।