একটা জাদরেল দানব জেঁকে যে
বসেছে রে মোদের ঘাড়ে
       বিশাল সর্বনাশা দানব...
তোরা কি সব ভেড়া হয়ে গেছিস,
নাকি আজও আছিস
         হয়ে সৃষ্টির সেরা মানব ?
কোটি কোটি জনতা থেকেও কি
ঐ একটাকেই কেউ
   করতে পারিস না কুপোকাত ?
তবে কি ভেড়ার মতো ঐ ডেরায়
থেকে একটা একটা
       করে হতে চাস রে নিপাত ?
রাজপথে নেমে সবাই মিলে যদি
গর্জে উঠে বজ্র কণ্ঠে
     পতনের আওয়াজ তুলিস ।
তবেই কেঁপে উঠবে তাদের দূর্গ
দিশেহারা হয়ে পালাবে তার
     গুণ্ডা পাণ্ডা পেটুয়া পুলিশ ।
দানব কখনোই যায় নারে ছেড়ে
মানবের সুখের আবাস
    তাকে কর ঝেটিয়ে বিদায় ।
কারণ অধিকার কেউ কাউকেই
এমনিতেই দেয় না জোর
   তা করে করতে হয় আদায় ।

রচনাকালঃ- সন্ধ্যা ৬:৪৮টা, বৃহস্পতিবার, ৩ শ্রাবণ ১৪৩১,
১৮ জুলাই ২০২৪, মিরপুর, ঢাকা ।