একে তো তুই ভোটবিহীন মন্ত্রী !
আবার দেশ জাতিরও ষড়যন্ত্রী !
নাই তো কোন অর্জন
জনতাও করল বর্জন
তবু কত তর্জন গর্জন
কর রে অপরিনামদর্শী স্বৈরতন্ত্রী !
যেভাবে জাহির কর তোর বড়ত্ব ।
ছিনিয়ে এনেছিস নাকি অমরত্ব ?
দেশটা কি বাপদাদার
নাকি তার ইজারাদার
মামা বাড়ির আবদার
ভেবে কি দেখাচ্ছিস অত কতৃত্ব ?
তুই জানিস তো এর কি পরিনাম ?
ভুলেই তো যাবি বাপ দাদার নাম !
তোর কর্মই হিংসাত্মক
লক্ষ্মণ তো ধ্বংসাত্মক
অপতৎপরতা মারাত্মক
পেছনে কিরে ঐ যদু মধু রাম সাম ?
এই সব দিয়ে হবে নারে কোন কাম
যদি সত্যিই সবারই ভালো চাস তো
ঐ গদি ছেড়ে ভালোয় ভালোয় নাম ।।
রচনাকালঃ- রাত ৮:২৮টা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১,
১৮ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।