হিন্দুত্ববাদ আজ ছড়াচ্ছে বিবাদ
এক তুচ্ছ গো রক্ষার নামে ।
ভারত গর্ভে মুসলিমের মূর্তমান
আতঙ্ক যেন কৃষ্ণ আর রামে !
আধুনিক যুগে মানুষ ধর্মান্ধতায়
ভুগে শেষমেষ হল গো রক্ষক !
তা হয় হোক, তাই বলে কি গো
রক্ষক হবে নরমাংসও ভক্ষক ?
ধর্মান্ধতা আর আধুনিকতা হেথা
দেখছি চলছে সমান্তরালে ।
রামরাজ্যের সাম্রাজ্যবাদও চলে
সমারোহে গনতন্ত্রের আড়ালে !