আর কত জল করবি ঘোলা ?
ওরে ভোলা...
আর কত জল করবি ঘোলা ?
গিলছো তো নর্দমার জল,
দেখাচ্ছ তা কোকা কোলা ?
নাকি মৎস শিকার করতে
চাও ঘোলা জলে রে ঠোলা ?
শোন না তোর নিধনে
তৈরি যে শত কামান গোলা !
ওরে ভোলা...
আর কত জল করবি ঘোলা ?
নিজের ফাঁদে পা দিয়ে
তো ঝুলছো দেখি চ্যাংদোলা !
রাজা সাজার খায়েশ এবারই
মিটবে ওরে ফকিন্নির পোলা..
জারিজুরি সবি ফাঁস হলো
বাকি শুধু তো কাপড় খোলা !
তাও দেরি নাই রে আর
হোৎকা পেট তো হল ঢোলা !
তবু রে ভোলা...
আর কত জল করবি ঘোলা ?
শোননি কত হুঁশিয়ার-ই
তো করলো কবি চাঁছাছোলা !
এবার হাতে নে ভাঙ্গা থাল
কাঁধে নে রে ভিক্ষার ঝোলা...
রচনাকালঃ- রাত ১১:১৩টা, বুধবার, ২২ ভাদ্র ১৪৩০, ৬ সেপ্টেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।