বন্ধু বিয়ে করলে গরীব মানুষকেই করবে
তাতে অনেক সুখ শান্তি সম্মানও পাবে ।
আরে ধুর ধুর ধুর....
জানিস না কিছু গরীবরাও হয় অহংকারী
উপহাসকারী ভয়ংকর নিষ্ঠুর ।
আমি দেখেছি যে তাদের খুব কাছ থেকে
অভিজ্ঞতা তেমন হয়নি মধুর ।
বাইরে যা দেখ তা তত না
আসলে ধর্ম মত সামাজিক পারিপাশ্বিক
কারণে হয় যার যার চিন্তা চেতনা ।
তাই চেতনার সাথে মিল না হলে হবেও
না ভালোবাসা পাবে শুধু যাতনা ।
ভালোবাসা সবে বোঝেও না
গরীবরা চায় শুধু আর্থিক নিশ্চয়তা ওই
ভালোবাসা টাসা ওরা খোঁজেও না ।
কাজেই কারো প্রতি মায়ার বন্ধনে পড়া
একতরফা ভালোবাসাটা মজেও না ।
ভালোবাসা উচ্চমার্গীয় বিষয়
সাধকের পরিশুদ্ধ শুভ্র এক হৃদয় ছাড়া
যার মর্ম বুঝাই সম্ভব নয় ।
তাই ভালোবাসা বাসিতে ঐ হৃদয় ভঙ্গ
করে সময় কর না অপচয় ।
অপাত্রে বিলাইও না অমূল্য ভালোবাসা
জীবনে ডেকে এনো না দুর্ভোগ হতাশা ।
রচনাকালঃ- রাত ১১:৫৭টা, ২০ মাঘ ১৪২৯,
০৩ ফেব্রুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।