ওটা ছিল তো একটা আপাদ মস্তক গাদ্দার
ছিল না তার সুবিচার রাখতো না অঙ্গীকার
শুধু কথার মায়াজালে
সবাইকে ফেলত চালে
পরের ধনে সে বনে বসে থাকতো পোদ্দার !
আর তুমি কিনা আল্লাহ্ রসূল (স)ভুলে গিয়ে
সর্বদা নেচে গেয়ে মেতে আছো তাকেই নিয়ে
হায়! হতভাগা ইনসান
তোর নাইরে বুদ্ধি জ্ঞান
সব জলাঞ্জলি দিয়ে চল তার বশ্যতা মানিয়ে !
যে নাকি খেয়ে পরে চলত পরের হক মেরে
তুমিও তার শিষ্য হয়ে খাচ্ছ পরেরটা কেড়ে
একই তোদের দর্শন
তাই করছ খুন ধর্ষণ
জানোনা তোদের ধ্বংস হয় মাত্রা গেলে বেড়ে ?
তোদের কোন উদ্ভাবনী চিন্তা চেতনা নাই বটে
তবে তোদের সনে বন্ধুত্বে সবার সর্বনাশ ঘটে
জানো না করতে সৃষ্টি
খুব নীচু তোদের দৃষ্টি
জানো তো শুধু পরেরটা লুটে খেতে অকপটে !
রচনাকালঃ- রাত ১১:৫২টা, শুক্রবার, ২২ বৈশাখ ১৪৩০,
৫ মে ২০২৩, মিরপুর, চাকা ।