আমি সত্যের সাথে সখ্যতা করেই
আজ হয়েছি বন্ধু হীন ।
অমন লক্ষ ভণ্ড বন্ধুর চেয়ে উত্তম
এক সত্যেই হলে লীন ।

তোদের মিথ্যা যতই রঙচঙা হোক
অচিরেই তা হবে ফিকে ।
আসুক যতই ঝড় ঝঞ্ঝা অত্যাচার
তবু সত্যই রবে টিকে ।

তাই সত্যের ব্যপারে আপোষ নাই
তাতে কেউ না থাকুক পাশে ।  
সদা সত্য বলবো সৎ পথে চলবো
কার কথায় কিবা যায় আসে ।

আমি ভয় করি না রে সত্য বলতে
হয় হোক হোকনা মরণ ।
হাসি মুখে বুলেট ঝাঁঝরাতে বুকে
তা সাদরে করবো বরণ  ।

উচ্চারণ করবো উচ্চ কণ্ঠে যাতে
সত্য পৌঁছে সর্ব কর্ণকুহরে ।
মিথ্যা যাতে চিরতরেই হয় উধাও
এই সমাজ হতে বহুদূরে ।

ঘুরে দাঁড়াবে সমাজ সাজবে নব
সাজ আনবে চির শান্তি ।
তাই সত্য নিয়ে সদাই চলি সবাই
আর না করি ভুল ভ্রান্তি ।

অমন জীবন গড়েই বা কি লাভ
যদি সমুন্নত না রাখি সত্য ।
যত জ্ঞানী গুণীই হও শুনে লও
মিথ্যায় বিনাশ হয় ব্যক্তিত্ব ।

রচনাকালঃ- দুপুর ১:৪৩টা, রবিবার,  শ্রাবণ ১৪৩১, ১১ আগষ্ট ২০২৪, মিরপুর,  ঢাকা  ।