কত বসন্ত ধরায় এলো গেলো
তার ফুলগুলো বীজ হয়ে কত
বাগান আর মরূদ্যান সৃজিলো !
ঝর্ণাগুলো নির্ঝর ঝরে নদী হয়ে
কত জল যে সাগরে গড়ালো..
পৃথিবী কত হাজার বার সূর্যকে
প্রদক্ষিণ করে উদয়াস্ত হলো !
কত জনা জন্মে হেথা আবারও
মৃত্যুর কোলে ঢলে পড়লো !
এরই মধ্যে এই দুনিয়াতে কত  
উত্থান পতনও তো ঘটলো ।
বিবর্তনের পরিক্রমায় কতকিছু
যে সবে দেখলো ও বদলালো ।

তবুও আমার আবেগ মন্থিত ঐ
সময়গুলো দাঁড়িয়ে রইল ঠায় ।
প্রিয়ার মায়াবীনি মুখশ্রীর স্মৃতি
আমারই চোখের মণিকোঠায় !
তার মধুর মধুর কথাগুলো যেন
আজও তন্ময়ে শুনি সর্বাবস্থায় !  
আমার বয়স রঙ রস সব থেমে
আছে অথৈ প্রেমের বদ্ধ ডোবায় !
সেই প্রেম হয়ে গেলো ফ্রেমবন্দী
তা আবার আমারই জীবদ্দশায় !
সেই স্মৃতির প্রীতি আমায় সদা
হাসায় কাঁদায় যা হতে বেড়িয়ে
আসার আমার নেই তো উপায় !!

রচনাকালঃ- দুপুর ২:০১টা, মঙ্গলবার,  ৪ জৈষ্ঠ্য ১৪৩১,
১৮ জুন ২০২৪, মিরপুর, ঢাকা ।