আপামর জনতা সেই উনিশ একাত্তরে
করেছিল যে মুক্তিযুদ্ধ
তা পুরোপুরি ছিলনা শুদ্ধ..
বিশ্বাসঘাতকের ছিল এক রুধির ধারা
পঞ্চাশ বছর তাতে আত্মহারা
ছিল একটাশ্রেণী জ্ঞাতি গুষ্টি সুদ্ধ ।
বারবার জনতা দিয়েছে তার খেসারত
এবার একত্রে গড়ে সহমত
ছাত্র জনতা জেহাদ করল তার বিরুদ্ধ ।
সেই একাত্তরেরই পুনরাবৃত্তি
আবার বাঙালির দুঃসাহস দেখে ধরিত্রী
সেই বিশ্বাসঘাতকের ডাইনি কন্যা
আবার বইয়ে দিল রক্তের বন্যা ।
তবুও বাঙালি ছিনিয়ে আনলো বিজয়
চিরতরে বিশ্বাসঘাতকের হলো পরাজয়
সদলবলে পলায়ন করল গোঁয়ারের দল
জনতা গনভবন চারপাশ করল অবরুদ্ধ ।
দুই হাজার চব্বিশের পাঁচই আগষ্ট
দেশ হলো সত্যিকার স্বাধীন
আমরা এখন আর নই কারো অধীন
তাই বুক ভরে নিলাম শ্বাস
আহ্ কি যে মুক্ত বাতাস !
মিথ্যা ভণ্ডামি নোংরা পঁচা দুর্গন্ধ হীন
একদম খাঁটি পুরোটাই বিশুদ্ধ ।।
রচনাকালঃ- রাত ৮:৫৯টা, মঙ্গলবার, ২২ শ্রাবণ ১৪৩১,
৬ আগষ্ট ২০২৪, মিরপুর, ঢাকা ।