তোমাদের আরাধ্যের এই গনতন্ত্র
আমি বলি- শোষণের মহা ষড়যন্ত্র ।
তবুও যুক্তির খাতিরে তা মানলাম
যার ব্যর্থতাও এ জীবনে জানলাম ।
সাম্য মৈত্রী স্বাধিকার সবি তত্ত্বগত
বরং সবই এখন কৌশলে নিয়ন্ত্রিত ।
এক জ্ঞানীর বিপক্ষে মূর্খ দুই জনে
ভোট দিলেই যদি শাসক যায় বনে ।
তবে কি হয় এর চেয়ে বড় প্রহসন
তদুপরি যদি হয় আবার স্বৈরশাসন !
তাই বলি ওরে গনতন্ত্রের প্রবক্তারা
তোদের জন্য আজ আমরা সর্বহারা ।
ফিরিয়ে দাও রে মোদের স্বাধিকার
নয়তো সব তন্ত্রমন্ত্র করবো চুরমার ।
প্রয়োজনে আবার করবো মুক্তিযুদ্ধ
গড়ে তুলবো ব্যবস্থা গনতন্ত্র বিরুদ্ধ ।
কারণ, এর যত ছলা কলা কৌশল
সে হাত ধরেই আসে প্রতারক দল ।
আমরা তা দেখে দেখে এখন ক্ষুব্ধ
হয় কর নিরসন নয় করছি অবরুদ্ধ ।
রচনাকালঃ- রাত ১১:৫৯টা, ১০ আষাঢ় ১৪৩০,
৭ মহরম ১৪৪৫, ২৬ জুলাই ২০২৩,