হায়! হায়! মানুষ
হারিয়ে জ্ঞান হুঁশ
কতই না উড়ালে
রংবেরঙের ফানুস !
বুঝলেই না মোটে
কখন কি যে ঘটে
তার আগুনে কার
ভালে দুঃখ জোটে !
করে আতশবাজি
অর্থ উড়াও পাঁজি
কেয়ামত দেখলো
যে পক্ষীকুল আজি !
আর কিসে মেতে
চাইছ মজা পেতে
পৈশাচিক নিকৃষ্ট
এই পরিচয় দিতে ?
মহার্ঘ্য এই বাজারে
এরা কি করে পারে
এমন অর্থ উড়িয়ে
সবে যে মজা মারে ?
শীতে কাঁপে জনতা
নেই কিরে মানবতা
একি বাহাদুরি নাকি
শুভ বুদ্ধির দৈন্যতা ?
টাকাগুলো পুড়িয়ে
কিছু পেলে কুড়িয়ে
যে অর্থে দেয়া যেত
দেশ কম্বলে মুড়িয়ে ।
দান দিয়ে বর্ষ বরণ
যদি করি অনুসরণ
সবে, তবে খুলতো
যে স্বর্গের বাতাবরণ ।
রচনিকালঃ- ১১:৫১টা, মঙ্গলবার, ১৯ পৌষ ১৪২৯, ৩ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।