বিশ কোটি মানুষে গিজগিজ করা দেশে
সব যদি হতো পেশাদারিত্বে দায়িত্বশীল
তবে এ দেশে সুখ শান্তি হতো অনাবিল
কেউই থাকতো না এতো ভিখারি বেশে ।
কিন্তু না-- কেউই ভালো বাসে না কাজ
কি আশ্চর্য ! সব্বাই দায়িত্বে দেয় ফাঁকি,
এরকম অদ্ভুত জাতিও বিশ্বে থাকে নাকি ?
দায়িত্ব নিয়েও যাদের চুরিতে নেই লাজ !
বরং সর্বোচ্চ পদটি বাগায় মোটা অংকে
সেথাকার উৎকর্ষ সাধন তো দূরের কথা
গড়ে তোলে উল্টো ফাঁকি ও চুরির প্রথা
প্রজন্মের কথা ভাবলে কাঠ হই আতংকে ।
শিক্ষিত হয়েও কেন ফাঁকিবাজ এ জাতি ?
যত শিক্ষিত হচ্ছে জাতি তত হচ্ছে চোর
শিক্ষক নেতা ধর্মবেত্তা তবু হারাম খোর
আর কোন জাতি হয় কি এমন আত্মঘাতী ?
রচনাকালঃ- রাত ১১:৪৪টা, বৃহস্পতিবার৷, ১ অগ্রহায়ণ ১৪৩০, ২৬ নভেম্বর ১, মিরপুর, ঢাকা।