নিঃস্ব হতে হতে মিশে গেছি
মাটির সাথে; তার ভেতরে
শুধু ঢোকাটাই বাকি...
তবু কি তোমার হবে না দয়া,
তবে কি চাচ্ছো নিজেকেই
জ্বালিয়ে দেবো নাকি ?
বুঝেছি যতই নিচে নামি না
কেন, তোমার হবেই না
মোটে একটুও করুণা ।
বরং আমার ধ্বংসটা স্বচক্ষে
দেখে মজা লুটবে, বুঝি
তারই করছো বাহানা !
জানা ছিলনা মানুষের দিল
হতে পারে কি দানবের
চেয়েও এতোটা নির্দয় ?
ভুল করেছি নিজেকে দিয়ে
তোমায় মেপে, যে কি না
পিঁপড়ের প্রতিও সদয় !
ওদের চেয়েও আরও ক্ষুদ্র
প্রাণীদের প্রতি যেভাবে
যে করে চলে মমতা ।
হায় ! তাকেও কি দেখতে
হবে মানুষরূপী প্রাণীদের
এমন নিষ্ঠুর নির্মমতা ?
নাহ্ না না প্রভু চাইনি কভু
তোমার শ্রেষ্ঠ সৃষ্টির এই
বিভৎস রূপটি দেখতে ।
চাইনা তাদের মতো এমন
নিষ্ঠুর পৈশাচিক আচার
আচরণ আর শিখতে ।
এসব দেখার চেয়ে আমায়
তুমি এই বহুরূপী দুনিয়া
হতে আজই তুলে নাও ।
এসব দেখে দেখে হৃয়দটা
ক্ষতবিক্ষত করতে চাইনা
আর, আমায় মুক্তি দাও ।
রচনাকালঃ- ১০:২৮টা, বৃহস্পতিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩০, ১৪ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।