তুমি স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি বলেই.. এই কথাটা
সর্বদা রাখো স্মরণে--
তার তরফ থেকে ভয়ানক গজব যেন না
আসে ভবে তোমারই কারণে ।
জলোচ্ছাস-ভূমিধ্বস-ভূমিকম্প-ঘূর্ণিঝড়-
তুষারঝড়-বজ্রপাত-প্রলয়ংকারী বন‍্যায় ।
স্রষ্টা তার সৃষ্টির পরিশুদ্ধতার তরে এমন
দুর্যোগে ভাসায় সেই সকল অন‍্যায় ।
ইতিপূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে তাদের
বাড়াবাড়ি ও ঔদ্ধত‍্যেরই জন‍্য ।
লোভ হিংসা ও অহংকারে অন্ধ হয়ে তাই
অযথাই নিজেকে কর না ধন‍্য ।
তোমার অবিদ‍্যা আর অজ্ঞানতার জন‍্যই
সমাজ কুলষিত অতঃপর দেউলিয়া ।
যদি পৃথিবীতে নিজেকে স্মরণীয় বরণীয়
করে রাখতে চাও তবে হও আওলিয়া ।
কিন্তু না, নষ্টামী ভণ্ডামি করেও হতে চাও
দেখি সব চাইতে মর্যাদাবান !
তোমার অধিনস্তের কত বদমাসি সইবে
যতটা সয়ে চলে নিরবে স্রষ্টা সুমহান ?
অকৃতজ্ঞ হতে হতে যখন অন‍্যায়ের মাত্রা
বেপোরোয়া করে চলো অতিক্রম ।
তখনই যে নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ
শুধুমাত্র ফেরাতে তোমার মতিভ্রম ।
তাই শুনুন হে সবাই স্রষ্টার এমন অপছন্দ
কাজ করতে সবাইকে করছি বারণ ।
প্রাকৃতিক এতো দুর্যোগ দূর্বিপাকের জন‍্য
তোমার উচ্ছন্নে যাওয়াও একটি কারণ ।