ছোট্ট একটা জীবন
তবু কত আয়োজন
কত কিছু প্রয়োজন
আত্মীয় বন্ধু স্বজন
জোটে দূর্জন সুজন
হয় যোগ বিয়োজন
নব্য নব্য সংযোজন
ঐক্যে হয় বিভাজন
চাই বিহার ভোজন
নাই ইনসাফ ওজন
মিছে সাধন গাজন
লক্ষ্য রাজড়া রাজন
বা ইচ্ছে মত সাজন
করছি তর্জন গর্জন
কখন যে চলে যাই
তা ভাবি বা ক'জন ?
হায় ! প্রভু নিরঞ্জন
এটাই মানব জীবন ?
রচনাকালঃ- রাত ১১:৫৮টা, শনিবার, ১৪ শ্রাবণ ২৪৩০, ১০ মহরম ১৪৪৫, ৩০ জুলাই ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।