কি তুমি চাও বন্ধু, আসলেই কি চাও ?
একটু চোখটা বুজে সেটাই খুঁজে নাও ।
ঐ প্রশান্ত মনটা কি শান্তির কথা বলে ?
তবে এসো চলে, ধর্মেরই ছায়াতলে ।
যদি প্রকৃতার্থেই চাও অনাবিল শান্তি
তবে এর অন্যথাতে বাড়বেই বিভ্রান্তি ।
নানা মুনির নানা মতের ওসব কথায়
তোমার সঠিক পথে চলাই হবে দায় ।
এক স্রস্টারই হাতে গড়া এই বসুন্ধরা
প্রমাণিত সত্য একথা নয়তো মনগড়া ।
তাই মনগড়া কারো পথে দিওনা মন
ভবে তার প্রমাণ করে হাজার নিদর্শন ।
চর্মচক্ষু বন্ধ রেখে অন্তর চক্ষুটি খোল
আদম (আ) হতে কারা কিরূপে এলো,
যুগে যুগে এসে তারা কি বলে গেলো ?
জানবাজি রেখে তারা যাই বলে গেছে
তার বিনিময়ে কেউ কি কিছু চেয়েছে ?
যা চেয়েছে তোমারই কল্যাণের তরে
কেন তবে তা দেখো বন্ধু অবজ্ঞা ভরে ?
জ্ঞানী বিজ্ঞানীগন করছে ধর্মে সমর্পণ
তুমি আসতে কেন তবে কর কালক্ষেপণ ?
রচনাকালঃ- রাত ১১:৩০টা, বৃহস্পতিবার, ১৬ জৈষ্ঠ্য ১৪৩১,৩০ নে ২০২৪, মিরপুর, ঢাকা ।