জালিমদের হাতে শাসিত ও শোষিতও
হচ্ছে আমার প্রাণ প্রিয় স্বদেশ ।
গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্য দিয়ে
এগিয়ে চলছে এ উপমহাদেশ ।
আমার হৃদয় গভীরে দাউদাউ জ্বলছে
হতভাগা রাষ্ট্র ফিলিস্তিন ।
দিনদিন মানুষ হচ্ছে কর্মহীন তদুপরি
মাথাপিছু বাড়ছে রাষ্ট্র ঋণ !
ক্ষীণ হয়ে আসছে আশার আলো, ঐ
বুঝি বিশ্ব যুদ্ধের ঘোষণা এলো ।
বোমার আঘাতে আমাদের স্বপ্ন সাধ
সব করলো বুঝি এলোমেলো ।
এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি
যখন চারপাশে করছে বিরাজ ।
তখনও হীন স্বার্থ চরিতার্থে রয়েছে
মেতে কিছু শিক্ষিত ধান্দাবাজ !
কিছু আলেম নামের জালেম ধর্মগুরু
যা করল শুরু দেখে হই বিস্মিত !
এরা কারা এদের বিবেক বলে কিছু
কি নেই নাকি তা হয়না দংশিত ?
এমন পরিস্থিতিতেও কেউ কেউ তো
রঙ তামাশা বিনোদনেও মত্ত !
কেউ করছে চাটুকারি কিন্তু প্রতিবাদ
করে দেখায় না কেউ বীরত্ব ।।
রচনাকালঃ- বিকাল ৫:৩৪টা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, মিরপুর, ঢাকা ।