পথের ধারে ময়লার ভাগাড়ে জন্মানো
নজরকাড়া আমের এক নবীন চারা ।
বেগুনী রঙে সবুজের সঙ্গে মিশেলে কি
যে দারুণ নিষ্পাপ কান্তিময় চেহারা !
তার কচি কচি পাতায় মন মাতায় হৃদে
জাগায় এক অপার্থিব আনন্দধারা ।
পুলকিত নয়নে স্বয়নে স্বপনে দেখে যে
তাকে আমি হয়েছিলাম আত্মহারা !
বাড়ন্ত লকলকে মসৃণ চকচকে চারাটি
না দেখে অসম্ভব থাকতে পারা ।
দেখে তাকে হায় ! রেখেছি মমতায় না
হয় যেন ক্ষতি সর্বদা দিয়েছি পাহারা ।
গুনছি দিনক্ষণ করবোই রোপন খুঁজেও
পাইনি স্থান আমার প্রাঙ্গনটি ছাড়া ।
হঠাৎ এক ছাগল ভেঙ্গে আগল পুড়লে
মুখে তারে আমি হই পাগলপারা ।
নির্বোধ পশু দ্বারা ঐ আমের চারা হাত
ছাড়া হলে আমি আজ দিশেহারা ।
সেই চারা যে তার প্রবল সম্ভাবনা দ্বারা
আমার হৃদয়ে যতটা দিয়েছিল নাড়া ।
কিছুতেই আর হৃদয় আমার পাগলপারা
হইনি গো কোন কিছুতে কারো দ্বারা ।
রচনাকালঃ- সকাল ৭:৫০টা, শুক্রবার, ৫ কার্তিক ১৪২৯, ২১ অক্টোবর ২০২২, মিরপুর, ঢাকা ।